বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।
হাতে লাটিম-নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারি স্কুল, দুষ্টুমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনাটা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবেও।
প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগে এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধু-বান্ধবদের নিয়ে গড়ে ওঠে একটি গ্রুপ যার নাম আমরাই বন্ধু বন্ধনে ৯৭। যেখানে এখন বন্ধু-বান্ধবের সংখ্যা প্রায় ২৫০ জন সদস্য । সারাদেশের সব এসএসসি ১৯৯৭ ব্যাচের ছড়ানো ছিটানো বন্ধু-বান্ধব একি প্ল্যাটফর্মে থাকার জন্য এই পরিকল্পনা।
বুধবার (২ মার্চ ) দূর দূরান্ত থেকে ছুটে আশা ২৫০ জন সদস্য বন্ধু চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একত্রিত হয়েছেন। এটা ছিল এসএসসি ’৯৭ ব্যাচের ঈদ পূর্ণমিলন মেলা। উপজেলা থেকে আগত ওই বন্ধুদের আগমনে এই মিলন মেলা সকালের কুয়াশা ভেদ করতেই পায় পূর্ণতা। সকালের মিষ্টি রোদে কলেজের পুরো প্রাঙ্গণ পায় নব উদ্যোম। যেখানে অংশ নেয় ডাক্তার, উকিল, পুলিশ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার বন্ধুরা। আয়োজক সংগঠন বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন পক্ষ থেকে জানানো হয়, একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করাই এর মূল উদ্দেশ্য। এখানে বছরের অন্তত একটা দিনে বসবে বন্ধুত্বের মিলন মেলা। এতে শুধু বন্ধুরাই নয় থাকবে তাদের পরিবারের সদস্যরাও।
অনুষ্ঠানের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছিল লটারি । আর বন্ধুদের জন্য ছিল কমন উপহার ৯৭’র টি-শার্ট,। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯৭’র বন্ধু সভাপতি মাসুদ রানা ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন মিঠু সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম দিপু। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ৯৭’র বন্ধু সেক্রেটারি আহসানুল্লাহ সোহেল
ক্যাশিয়ার আহসান হাবিব ও মনিরুল ইসলাম প্রমুখ।