চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষকের মেয়ে নওগাঁ মেডিকেল কলেজে চান্স পাওয়া সুমাইয়ার পাশে দাঁড়িয়েছেন রহনপুর দিগন্ত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
মঙ্গলবার বিকেলে রহনপুর দিগন্ত হসপিটালের পক্ষ থেকে কিছু অর্থ ও লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তার পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন দিগন্ত হসপিটালের প্রধান উপদেষ্টা ড.মিজানুর রহমান, দিগন্ত হসপিটালের চেয়ারম্যান খাদেমুল ইসলাম, নির্বাহী পরিচালক ইমামুল হুদা,
ম্যানেজার আব্দুর রাকিব, রহনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম মুকুল সহ আরো অনেকে।
এ সময় মেডিকেল কলেজে চান্স পাওয়ার সুমাইয়া বলেন দিগন্ত হসপিটাল আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ,আমি যেন লেখাপড়া শেষ করে মানবিক ডা. হতে পারি। গরিব ও অসহায় রোগীর সেবা করতে পারি ,আমার জন্য সবাই দোয়া করবেন।