চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঢাকা গামী বাস টার্মিনালের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত(৩ মার্চ )বৃহস্পতিবার হুজরাপুর নুনগলায় অবস্থিত ঢাকা বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সারাজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করে আলোকিত গৌড় থেকে শুরু করে আরো অন্যান্য অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশ করা হয়। সেই নিউজ প্রকাশের জেরে আর পি কাউন্টারে কর্মরত ছাত্রলীগ নেতা ইশতিয়াক মাহিম আশরিফ তাকে মেসেঞ্জারে ও কমেন্টে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে সাংবাদিক দুলাল হোসেন বলেন আমি সেখানে সঠিক তথ্য সংগ্রহ করে নিউজ প্রকাশ করেছি ।এতে যদি আমাদের হুমকি খেতে হয় তাহলে ২৪ শে জুলাই আন্দোলন করে কি লাভ হল। এখনো আওয়ামী লীগের দোসর বিভিন্ন জায়গা দখল করে বসে আছে ।এদের উৎখাত না করলে দেশে কোনদিন ফ্যাসিস্ট মুক্ত হবে না।
এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন একজন সাংবাদিক জিডি করে গেছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।