গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দুটি কেবিন প্রায় ২১ মাস ধরে রিজার্ভ করে রাখা হয়েছে। তবে কোন প্রধানমন্ত্রী সে বিষয়ে কোনো উল্লেখ নেই। এভাবে মাসের পর মাস দুটি কেবিন দুটি বন্ধ থাকায় সাধারণ রোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে বিগত সরকারের পতন ঘটার পরও বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চতুর্থ তলার দক্ষিণ পাশের কেবিন দুটি সেই আগের মতোই বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কেবিন দুটি খুলে দিয়ে রোগীদের সেবার মান বাড়াতে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চতুর্থ তলার দক্ষিণ পাশে দুটি কেবিনের সামনে ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত কেবিন’ লেখা দেখতে পাওয়া যায়। এলাকাবাসী মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এগুলো নির্ধারিত কেবিন। তবে এ স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার কোটালীপাড়া উপজেলায় এসেছেন। কিন্তু এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের নির্ধারিত কেবিনে স্বাস্থ্যসেবা বা বিশ্রাম নিতে তিনি কখনো আসেননি। তবে কেন তার জন্য এই নির্ধারিত কেবিন? এমন প্রশ্ন এখন সাধারণ রোগীদের।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত