গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বন্দী পলায়ন ও হতাহতের রেশ না কাটতেই এবার জেলা কারাগারে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার সকাল থেকে বন্দীরা কারাগারের ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় ১৬ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় গুলি।
কারা হাসপাতালের ডা. মাকসুদা জানান, আহতরা মাথায়, চোখে ও পায়ে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী।
এর আগে মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কারারক্ষীদের জিম্মি করে ২০৯ জন বন্দী পালিয়ে গেছেন।
এ সময় কারারক্ষীদের গুলিতে ছয় বন্দী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন জঙ্গিগোষ্ঠীর সদস্য।
ঘটনার পর জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করে তার স্থলে মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।