গাজীপুরের শ্রীপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়
গাজীপুরের কালিয়াকৈরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি কাজী সাইয়্যেদুর আলম বাবুলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এ মিছিল ও পথসভা করা হয়।
শুক্রবার (২১মার্চ)বিকেলে শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহীন আহমেদ মমতাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ,কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আব্দুল হান্নান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তব্যকাল নেতৃবৃন্দ গাজীপুরের কালিয়াকৈরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি কাজী সাইয়্যেদুর আলম বাবুলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় খালেদা জিয়া, তারেক রহমান,মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।