1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলার একই কর্মস্থলে ৮ বছর ধরে চাকুরি করছেন পিআইও মিঠুন কুন্ড।

মোঃ মিজানুর রহমান মিলন গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

চাকুরি বিধি অনুযায়ী ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও একই কর্মস্থলে দীর্ঘ ৮ বছর ধরে চাকুরি করে আসছেন গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ড। জনমনে প্রশ্ন নেপথ্যে রহস্য কি?

জানা গেছে, বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী সরকারি কর্মচারীদের ৩ বছর পর পর বদলির কথা বলা হয়েছে। অনেকেই মনে করেন, একই দপ্তরে ৩ বছরের অধিক চাকরিকাল বিপদে ফেলে দপ্তরের স্বল্পকাল চাকরি করা কর্মচারী ও কর্মকর্তাদের। দীর্ঘ সময় চাকরি করা এসব কর্মচারী নতুন বদলি হয়ে আসা কর্মকর্তা বা কর্মচারীদের উপর নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রভাব খাটানোর চেষ্টা করে। অথচ বিভিন্ন দপ্তর ঘুরে আসলে বাড়তো অভিজ্ঞতা ও সরকারি চাকরি সমন্ধে বাস্তব ধারণা।

একই পদে তিন বছরের অধিককাল কর্মরত থাকায় তারা সংশ্লিষ্ট বিষয়ে অধিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তা ছাড়া, একই পদে দীর্ঘদিন কর্মরত থাকায় কোন কোন কর্মচারী বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এ জন্য মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলা এবং একই পদে কিংবা কর্মস্থলে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীগণকে বাস্তব অবস্থাভেদে অন্যত্র বদলি করার জন্য বিধান রয়েছে।

এর ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়। এ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দীর্ঘ ৮ বছর ধরে অবস্থান করছেন। অফিসে টাঙ্গানো চার্ডে দেখা যায় তিনি এখানে ০৯-০২-২০১৬ ইং তারিখে যোগদান করেছেন। আবার অফিসের ওয়েবসাইটের তথ্যে দেখা যায় তার যোগদানের তারিখ ৯ ফেব্রুয়ারী/২০১৫ইং। এ হিসেবে দেখা যায়, তিনি দীর্ঘ ৮ বছরের অধিক সময় থেকে একই পদে একই কর্মস্থলে অবস্থান করছেন। অথচ এর আগে এ দপ্তরে কোন কর্মকর্তাদের মধ্যে কেউ ৪/৫ বছরের অধিক সময় অবস্থান করেননি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ড জানান, আমার এখানে অবস্থানের বিষয়টি কর্তৃপক্ষ জানেন। বিধায় এ বিষয়ে আপনারা নিউজ করতে পারেন।

গাইবান্ধা জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত