গাইবান্ধা ও রংপুরে নতুন জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধায় এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুরে জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদে বদলিপূর্বক পদায়ন করা হয়।
সোমবার (৯ই সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে গাইবান্ধা ও রংপুর-সহ ২৫টি জেলায় নতুন জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধায় নতুন জেলাপ্রশাসক হিসাবে পদায়নপ্রাপ্ত চৌধুরী মোয়াজ্জম আহমদ বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা সুনামগঞ্জ। রংপুরে পদায়নপ্রাপ্ত আরেক জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা রাজশাহী।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত