1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

গণমাধ্যমে পোস্ট দিয়ে মানহানি করার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ফেসবুকে ভুল তথ্য এবং ছবি দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করেছেন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কালকিনি মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এবং একুশে টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান।

সোমবার (৭ এপ্রিল) দন্ডবিধির ৫০০,৫০১ ও ৫০৬ ধারায় মাদারীপুর জেলা জজ কোর্টে মামলাটি রেকর্ড করা হয়।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাজিদ উল হাসান চৌধুরী মামলাটি আমলে নিয়ে পিবিআইকে এর তদন্ত করার নির্দেশ দেন।আগামী ২৬ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।

মামলার বিবরণে জানা যায়,সেনাবাহিনীর সাবেক মেজর রেজাউল করিম দীর্ঘদিন যাবৎ সাংবাদিক রকিবুজ্জামানকে সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা করে আসছিল।এর পরিপ্রেক্ষিতে গত ৪ এপ্রিল দুপুরে মামলার আসামি রেজাউল করিম তার ভেরিফাইড ফেসবুক আইডি হতে রকিবুজ্জামানের ছবিসহ বানোয়াট ও ভিত্তিহীন কিছু অসত্য কথা লিখে মানহানিকর একটি পোস্ট করেন।পরে মিথ্যা ও বানোয়াট তথ্যটি তার নিজস্ব লোকের ফেসবুক আইডির মাধ্যমে শেয়ার করে অপ্রচার চালিয়ে বাদীর সম্মানহানি ঘটায়।পরবর্তীতে তাকে অপপ্রচার হতে বিরত থাকার জন্য বলা হলে পুনঃরায় তিনি লাইভে এসে বাদীর সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচার করে।এছাড়া বিভিন্নভাবে উক্ত সাবেক সেনা কর্মকর্তা বাদীকে প্রাণনাশেরও হুমকি প্রদান করেন বলে মামলায় উল্লেখ হয়।

এ বিষয়ে মামলার বাদী সাংবাদিক রকিবুজ্জামান জানান,”সাবেক মেজর রেজাউল করিম রেজা আমাকে ইতিপূর্বে বিভিন্ন লোকের বিরুদ্ধে অসত্য নিউজ করার জন্য চাপ প্রয়োগ করে আসছিল।তার কথা না শোনায় তিনি আমার সম্মানহানি করার উদ্দেশ্য মিথ্যা তথ্য ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।পরর্বতীতে তিনি ফেসবুক লাইভে এসেও আমার বিরুদ্ধে মিথ্যাচার করে।এছাড়া তিনি তার পোস্টে উল্লেখিত ঘটনার স্বাক্ষীদের বিভিন্ন লোকের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ্য দিতে হুমকি প্রদান করেন।তাছাড়া তিনি তার পোস্টের কমেন্টেও আমার বিরুদ্ধে মিথ্যাচার করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন। অথচ এসব তার প্রতিটি কথা মিথ্যা ও ভিত্তিহীন। যার সব প্রমাণ আমার কাছে রয়েছে।আমি তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছি।বিচারক পিবিআই কে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আশাকরি আমি ন্যায় বিচার পাবো।”

উল্লেখ্য,মামলার আসামি সাবেক মেজর রেজাউল করিমের বিরুদ্ধে ২০১২ সালে ভুয়া র‍‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যবসায়ী খিলগাঁও থানায় মামলা করেছিল।

মাদারীপুর
০১৭৯৪৪৪০৯২২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত