খোলসের ভেতরে যা, ওটা দেখবে বলে
চাষি মানুষ ছুটছে, ফসলের ক্ষেতে,
কে জানে কত প্রহর যাবে সত্য পেতে,
ফসলের ক্ষেত খোঁজ, নিজেকে খোঁজ না,
নিজেকে খুঁজলে সহজে পেতে খাঁটি সোনা,
অন্যের দোষ অন্যের কাছে থাক জমা
নিজে টেনে এনে নিজ কাঁধে ভার নিলে
সম অপরাধ, পাপ, নিজেরও মিলে
থাক না, গুপ্ত আবর্জনা গুপ্ত থাক
গ্যাস হয়ে একদিন পুড়ে হবে খাক,
আবর্জনার দূগন্ধ, থাক চাপা পড়ে
নিজেকে জাগাতে হবে প্রত্যাশার ভোরে,
কিছু পথ নিজে চল, কিছু পথ রেখে
পথে থেকে যেতে নেই, ক্লান্তিকাল দেখে,
কিছু ইচ্ছে সন্মুখে রাখ পাখা মেলে
কিছু ইচ্ছে চাপা দাও, মায়া, মোহ ফেলে,
রাতকে রাতের মত থাকতে দাও না,
রাতের পরেই ভোর, দেখতে কি পাও না?
সেবা আর স্বার্থ রক্ষা এক কথা নয়,
নিজেকে ভাঙ দেখবে অন্তহীন বিস্ময়!
মৃত্যুর পর মরণ দেখা সম্ভব না
বেঁচে থেকে অনুভব, পারলে কর না তা।
কিছু বিলাও, কিছু হিসেব মিলাতে
কিছু সুখ জমা রাখ, দু হাতে বিলাতে,
চূর্ণ বিচূর্ণ প্রত্যাশা, কখনো আবার
নিজেকে শুধরে দিয়ে, মুছে অন্ধকার,
নিজেকে খুঁড়ে নিজেকে গড় দূরন্ত,
খুঁজতে যেও না ভুলেও, অসীমের অন্ত।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত