এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ছায়াবিথী মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টন খেলায় অত্যন্ত জাঁকজমক পূর্ণ ভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোল্লানগর এলাকায় ছায়াবীথী ইয়ুথ সোসাইটির আয়োজনে এ টূর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
উদ্বোধনী ম্যাচে জামসিং ও ছায়াবিথীর মাঝে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। মোট ১৬টি দলের অংশগ্রহণে এই ব্যাডমিন্টন খেলাটি অনুষ্ঠিত হবে। উত্তেজনায় ভরা এই ব্যাডমিন্টন খেলায় স্থানীয় বিপুল দর্শকের উপস্থিতিতে ব্যাপক সাড়া ফেলে। উদ্বোধনী ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন। বর্তমানে সাভারে একটি সুন্দর খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়েছে যা বিগত ১৫-১৬ বছর কোন ধরনের খেলাধুলার পরিবেশ ছিল না। আমি আশা করবো আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে। এলাকা ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাই খেলাধুলা আয়োজন করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সব সময় খেলাধুলার বিকাশে আপনাদের পাশে আছি আজীবন পাশে থাকবো।
ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আহসানুল্লাহ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড সাভার পৌরসভার বিএনপি মোঃ আকতার হোসেন বেপারী । সাভার পৌর বিএনপির সদস্য মোঃ রাশেদুজ্জামান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি প্রতি বছর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। খেলাটি উপভোগ করা দর্শকরা আয়োজনের প্রশংসা করে বলেন। ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত