খেজুর গাছে বাবুই পাখির বাসা সময়ের ব্যবধানে এখন বিলুপ্তির পথে, এক সময় গ্ৰাম কিংবা শহরে সবখানেই চোখে পড়তো বাবুই পাখির বাসা। কিন্তু সময়ের ব্যবধানে আজ তা বিলুপ্ত হয়ে গেছে, এক সময় দেবিগঞ্জ উপজেলার গ্রাম গঞ্জে দেখা মিলতো অসংখ্য খেজুর গাছ এখন আর তা নেই বললেই চলে। দেবীগঞ্জ উপজেলার রস ক্রয় করা খেজুর গাছির সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় তারা খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত থাকতো কিন্তু কালের পরিবর্তনে আজ আর সেই খেজুর গাছ চোখেই পড়ে না এমনটি জানান দেবীগঞ্জের খেজুরগাছি হেকমত আলী। তিনি আরো জানান আগে বাবুই পাখি খেজুর গাছে তাদের বাসা বোনতো কিন্তু এখন খেজুরের গাছ না থাকায় তারা বাসা বুনছে আখ ক্ষেতে। পূর্ব স্মৃতি ফিরে আনতে হলে সবাইকে খেজুর গাছ রোপন করতে হবে সেই সাথে তাল গাছে বাঁধ নয়। তালগাছ মানব জীবনে মহা উপকারী বর্ষাকালে বজ্রপাত ঠেকাতে সহযোগিতা করে তাল গাছ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত