বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ- বিক্ষোভ কর্মসূচি পালন করছে,খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যান পরিষদ, বিশ্ব বিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেন।
ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে গত শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়। কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।
এর প্রতিবাদে বিশ্ব বিদ্যালয়ের অফিসার্স কল্যান পরিষদের সকল সদস্য মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনের সভাপতিত্ব করেন মজিবুর রহমান সভাপতি অফিসার্স কল্যান পরিষদ, বক্তব্য রাখেন প্রো ভিসি প্রফেসর ডঃ মোসামাৎ হোসনে অারা,ট্রেজার প্রফেসর সাধন রঞ্জন ঘোস,রেজিস্ট্রার প্রফেসর খান সেলিম কুদ্দুস।
এ সময়ে বক্তরা বলেন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পূর্বে যারা দুষ্কৃতী তারা এখনো এদেশের মাটিতে রয়েছে। তারা বঙ্গবন্ধুর স্মৃতিকে বাংলাদেশের মাঠিতে,বাংলার মানুষের মনে থেকে মূছে ফেলার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য উপর হামলা করছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করেছেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত