খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ২০২০ সালের বাংলা একাডেমি’ রবীন্দ্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আজ রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী নিজে টেলিফোন করে বিষয়টি জানিয়েছেন তাঁকে। আগামী ২৬ ডিসেম্বর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সম্মাননা দেয়া হবে রবীন্দ্র গবেষক প্রফেসর সাধন রঞ্জন ঘোষকে। প্রতি বছর সারাদেশের একজনকে রবীন্দ্র গবেষণা ও চর্চায় বিশেষ অবদান রাখায় একজনকে এ সম্মাননা দেয়া হয়।
২০১৭ সালের ১২ সেপ্টেম্বর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেন। খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১৪(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সরকারি বিএল কলেজের অবসরপ্রাপ্ত এই অধ্যক্ষকে নিয়োগ দেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনে খন্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করেছেন তিনি। শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি খুলনাসহ সর্বত্রই সমধিক পরিচিত এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি দৈনিক জন্মভূমি পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি অতিথি বক্তা হিসেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সফর করেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত