খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (মঙ্গলবার) রাতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক জানান, করোনা মহামারির দুর্যোগকালে ছিন্নমূল দরিদ্র মানুষ শীতে যাতে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কর্মকর্তাদের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।
খুলনা নগরীর রেল স্টেশন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, থানার মোড়, জেলখানাঘাটসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত