শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কৃতীসন্তান প্রখ্যাত সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত এ এফ মোহাম্মদ নুরুল্লাহ ওরফে খান সাহেবের ৪১তম মৃত্যুবার্ষিকী ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হবে আগামীকাল ২৭ এপ্রিল রোববার। দিনটিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক ভাবে কুরআন তিলাওয়াত, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে। খান সাহেব এ এফ মোহাম্মদ নুরুল্লাহ ইংরেজি ১৯০০ সন, বাংলা ৮ ভাদ্র ১৩০৭ সালে উপজেলার খড়কমারা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের এই দিনে ৮৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। জীবদ্দশায় অর্ধ-শতাব্দী কাল জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগের মাধ্যমে নিবিড়ভাবে মাঠ পর্যায়ে জনসেবামূলক কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৪৫ সনে ‘খান সাহেব’ উপাধিতে ভূষিত হন। মরহুমের স্মৃতি স্মরণে কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম-দাড়িয়াকান্দি হতে কুলিয়ারচর বাজার পর্যন্ত রাস্তার নাম রাখা হয়েছে ‘খান সাহেব মৌলভী এ এফ মোহাম্মদ নুরুল্লাহ সড়ক’। ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে খান সাহেব সমাজ সেবার ব্রত নিয়ে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করে স্থানীয় তাতারকান্দি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একে একে তিনি কর্মময় জীবনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ারচর বোর্ড কাউন্সিলে একটানা ৪২ বছর প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ছিলেন কিশোরগঞ্জ লোকাল বোর্ডের সদস্য ও ভাইস চেয়ারম্যান, টানা ২২ বছর ময়মনসিহ জেলা বোর্ডের সদস্য, কুলিয়ারচরের প্রথম সাব রেজিস্ট্রার, ঋণ সালিসি বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি। এই জননেতার ৬ ছেলের মধ্যে নূরুল মিল্লাত কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র এবং বর্তমানে উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার মরহুম পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।