কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গরীব অসহায় লোকদের সেচ্ছায় ধান কেটে দিয়ে প্রশংসায় ভাসছেন ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির ইউএভিডিও,টিআই ও বিভিন্ন পদবীর ভাতাভুক্ত সদস্যরা।
খাদ্য নিরাপত্তায় বাজার তদারকি ব্যবস্থা যেমন জরুরী তেমনি জরুরী উৎপাদন খরচ কমানো। সে জন্য প্রয়োজন সাশ্রয়ী কৃষিশ্রম। কৃষি নির্ভর বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ বাহিনীর বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে খাদ্য নিরাপত্তায় উন্মোচন করেছেন নতুন এক দিগন্ত। আজকে সেরকম একটি কাজের অংশ হিসেবে সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত আছেন আনসার ভিডিপির সদস্যরা।তারই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারীতে একজন গরীব কৃষকের ৩৮ শতাংশ জমির ধান কেটে দেওয়ায় ঐ কৃষকের মুখে প্রশান্তির হাসি ফুটেছে।
ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ বলেন আমরা সবসময়ই দেশের সেবায় কাজ করে যাচ্ছি , এই বাহিনীর মাধ্যমে আমরা গরীব অসহায় লোকদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয়। বর্তমানে কৃষি উৎপাদন খরচের তুলনায় একজন গরীব কৃষকের ধান রোপন থেকে শুরু করে ধান কাটা এই খরচবহন করা খুবই কষ্টসাধ্য হয় তাই আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আমরা সেচ্ছায়, বিনামূল্যে কৃষিশ্রম দিয়ে গরীব কৃষকের ধান কেটে দিচ্ছি।
কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসাইন জানান আমাদের বাহিনীর মহাপরিচালকের নিদর্শনায় কৃষিশ্রম দিয়ে কৃষকের কৃষিখাতে ব্যয় সহনীয় পর্যায়ে আনা যাতে অসহায় গরীব কৃষকদের ব্যয় কম হয় তাই আমাদের সদস্যরা সেচ্ছায় গরীব কৃষকের ধান কেটে দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পেরে আমরাও গর্বিত।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত