1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানির মামলা

রিপোর্টার সালমা আক্তার
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

রিপোর্টার সালমা আক্তার

কুমিল্লায় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে
মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লার আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মোঃ আবুল খায়ের।
এ সময় আদালত মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, শাহিন আলম শাহিন নামে এক ব্যক্তি দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার সাংবাদিক আবুল খায়েরকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেন। এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি ওই সাংবাদিকের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে আমার মোয়াক্কেল সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে। যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। আদালত মামলাটি আমলে নিয়েছে। আমরা এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। তাছাড়া আমার মোয়াক্কেলের উপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছি। আদালত অভিযোগটি তদন্ত করে দেবিদ্বার থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত