গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন বোয়ালী বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খায়রুল আহসান মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর মাষ্টার, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল বাসেদ বাচ্চু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আকন্দ, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস সাদেকুর রহমান কমল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম কামাল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ক্রীড়ায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।