গাজীপুরের কালীগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। “ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে বিভিন্ন সমবায় সংগঠনের সমবায়ীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে র্যালিটি শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়।
উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।
এই সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, তুমলিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রিংকু গমেজ, সমবায়ী প্রেমানন্দ কর, সাংবাদিক ওমর আলী মোল্লা, ওমর ফারুক, আহমদ আলী, পনির খন্দকার, রিয়াদ হোসেন না রিয়াদ হাসান রিয়াদ হোসাইন, সহ নেওয়াজ, প্রমোখ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত