গাজীপুরের কালীগঞ্জে পাঁচদিন ব্যাপী ২৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকাবাসীর আয়োজনে পুনসহি ঐতিহ্যবাহী কাচারী ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ৩রা নভেম্বর বাদ আসর হতে পাঁচদিন ব্যাপী ইসলামী সম্মেলন শুরু হয়। বৃহস্পতিবার ছিল সম্মেলনের শেষ দিন। পঞ্চম দিনে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন।সম্মেলনে সভাপতিত্ব করেন পুনসহি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী আলহাজ্ব মো.মেজবাহ উদ্দিন সরকার। সম্মেলনে উদ্বোধক ছিলেন জাঙ্গালিয়া ই্উনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.গোলজার হোসেন মোল্লা।
সম্মেলনে তাফসির পেশ করেন শাইখুল ইসলাম আল্লামা শাহ শফী (রহঃ) সুযোগ্য খলিফা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়ায়েজ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী।
আরো তাফসির পেশ করেন সিনিয়র মোহাদ্দিস হযরত মাওলানা মুফতি বশির আহমাদ ও পুনসহি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মাহমুদ উল্লাহ আতিকী।
কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ টেলিভিশনের হাফেজ ক্বারী মো.ওবায়দুল্লাহ। আরো উপস্থিত রয়েছেন। কালিগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান বাবল। জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক,,, উক্ত ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক। সাবেক গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা,,, সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতৃবৃন্দ।