গাজীপুরের কালীগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান ভুইয়া রনিকে (৪১) আটক করা হয়েছে। ঈদের দিন রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। রনি রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির ভূইয়ার ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান ভুইয়া রনি দীর্ঘদিন পলাতক থেকে স্বপরিবারে ঈদুল ফিতর উদযাপন করতে বাড়ী আসে। ঈদের দিন বিকেলে বিষয়টি টের পেয়ে প্রায় ৩/৪শ এলাকাবাসী তার বাড়ী ঘেরাও করে তাকে মারধর করতে থাকে। এসময় রনি ঘরে ডুকে ফেসবুক লাইভে এসে জানায় জামায়াতের স্থানীয় আমীর আমিনুল ও তার ছেলে তার বাড়ীতে হামলা এবং তাকেসহ পরিবারের সদস্যদের মারধর করেছে। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে রনিকে আটক করে থানায় নিয়ে আসে। উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ফিরিন্দা এলাকায় বিএনপি’র স্থানীয় অফিস ভাংচুরের ঘটনায় দায়েরকৃত ১৬(২৫) নং মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গাজীপুর ও কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা রনিকে তার নিজ বাড়ীতে এলাকাবাসী অবরুদ্ধ ও মারধরের ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। রনির সাথে স্থানীয় কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। রনির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।