গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশক্রমে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন এর পক্ষে বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে খলাপাড়া ঈদগাহ্ মাঠে শীতার্ত অসহায় ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু।
বাহাদুরশাদী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নাদিম হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে হযরত আলী মাকাম মেম্বার সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত