মোঃ পনির খন্দকার।
স্টাফঃ রিপোটার।
০১৭৭৪৭৭৭৭১২
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ শহীদ শয়েজ উদ্দিন ফেরীঘাট ষ্ট্যান্ড ইজারা প্রদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে পৌর প্রশাসন ও ইজারাদার নানা প্রশ্নের মূখে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের।
কালীগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায, গত ২৫ মার্চ ২০২৫ইং কালীগঞ্জ পৌর প্রশাসন কর্তৃক শহীদ শয়েজ উদ্দিন ফেরীঘাট ষ্ট্যান্ড (১লা বৈশাখ হইতে ৩০ চৈত্র ১৪৩২ পর্যন্ত) ইজারা প্রদানের জন্য উন্মুক্ত দরপত্র আহবান করেন। মো. ইব্রাহিম মোল্লা দরপত্রে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা গ্রহণ করেন। ইজারা শর্ত মোতাবেক প্রতি লেগুনা, টেম্পু, মাহিন্দ্র, সিএনজি ও বেবী টেক্রি হতে ২০ (বিশ) টাকা হারে রশিদের মাধ্যমে টোল আদায় শুরু করেন। কিন্তু একটি কুচত্রি মহল তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পৌর প্রশাসন ও ইজারাদারের সুনাম নষ্ট করতে কোন প্রকার তথ্য উপাত্ত ছাড়াই উদ্দেশ্য প্রনোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচারে লিপ্ত হয়। সংবাদ লেখা পর্যন্ত কেউ পৌর প্রশাসকের কার্যালয়ে লিখিত কোন অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
এ বিষয়ে ইজারাদার মো. ইব্রাহিম মোল্লা বলেন, কালীগঞ্জ পৌরসভা কর্তৃক শহীদ শয়েজ উদ্দিন ফেরীঘাট ষ্ট্যান্ড ইজারা প্রদানের জন্য উন্মুক্ত দরপত্র আহবান করলে আমি তাতে অংশগ্রহণ করি। সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা গ্রহণ করে প্রতি লেগুনা, টেম্পু, মাহিন্দ্র, সিএনজি ও বেবী টেক্রি হতে ২০ (বিশ) টাকা হারে রশিদের মাধ্যমে টোল আদায় করে থাকি। একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে আমাকে হেয় করার হীন মানসে কোন প্রকার তথ্য উপাত্ত ছাড়া উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী প্রচার করে যাচ্ছে। আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, ‘হাট বাজার ইজারা নীতিমালা-২০০৩’ অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার দেওপাড়াস্থ শহীদ শয়েজ উদ্দিন ফেরীঘাট ষ্ট্যান্ড (১লা বৈশাখ হইতে ৩০ চৈত্র ১৪৩২ পর্যন্ত) ইজারা প্রদান করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজারাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন। কিন্তু লিখিতভাবে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমানিত হলে ইজারা বাতিল সহ ‘হাট বাজার ইজারা নীতিমালা-২০০৩’ ও চুক্তিপত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত