দেওয়ার মিথ্যা সংবাদের প্রতিবাদ করেছেন ইউনিয়ন নেতৃবৃন্দ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মীকে দলীয় কার্যালয় থেকে বের করে দেওয়া, কার্যালয়ে নেতা কর্মীকে অবরুদ্ধ করে রাখা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এমন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি।
জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নেছার উদ্দিন নুহু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (১লা এপ্রিল) বাদ আছর স্থাণীয় আওড়াখালী বাজারস্থ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির সাবেক ও বর্তমান সিনিয়র নেতৃবৃন্দ অঘোষিত এক চা চক্রে মিলিত হয়। সেখানে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন উত্তেজিত হয়ে তাকে না জানানোর বিষয়ে অভিযোগ করেন। পরে কতিপয় যুবদল নেতা কর্মী নিয়ে হট্রগোল তৈরী করে। পরবর্তীতে সকল নেতৃবৃন্দ স্ব-ইচ্ছায় অফিস ত্যাগ করেন। এ সময় কোন নেতা কর্মীকে অফিসে অবরুদ্ধ করা হয় নাই এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ভূল তথ্যের ভিত্তিতে মিথ্যা সংবাদ প্রকাশের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি।