গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক/বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে খেলা দুটি কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে বেরুয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে বেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। জয়সূচক গোল দুটি করেন আমেনা আক্তার ও রোবেয়া বেগম।
পরে নাগরী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে তুমলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূণ্য ড্র হয়। ট্রাইব্রেকারে ৪-২ গোলে তুমলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় ম্যাচ সেরা হন বেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমেনা আক্তার ও তুমলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শুভ।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার সুমাইয়া বিনতে শরীফ, সহকারী শিক্ষা অফিসার গোলাম রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক/বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।