1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে পুনরায় অনুমোদনবিহীন সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা আর্থিক জরিমানা।

মোঃ পনির খন্দকার। স্টাফঃ রিপোটার।
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ পনির খন্দকার।
স্টাফঃ রিপোটার।

কালীগঞ্জ গাজীপুরে
৩১ মাস নয় দিন আগে (১৯ নভেম্বর ২৩) প্রসূতি কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তা রানী দে সেন্ট্রাল হাসপাতালে সিজারিয়ানের জন্য কালিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়। রাত ১০ টার দিকে তাকে ডাক্তার ওটিতে নিয়ে যায়। সিজারের পর এক ছেলে সন্তান নিয়ে নার্স ওটি থেকে বের হয়। কিন্তু প্রসূতি মুক্তা রানীর অবস্থা সংকটময়। তাঁর জরায়ু কেটে ফেলা হয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।রোগীর অবস্থা বেগতিক দেখে। রাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে রোগীর স্বজনদের অনুরোধ জানিয়ে, তিনি হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যান। পরে পরিবারের লোকজন রাতে তাকে উত্তরা এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সকালে সে মারা যায়। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সবার মনে ক্ষোভের সৃষ্টি হয়।এই ঘটনার পর উপজেলা প্রশাসন সেন্ট্রাল হাসপাতালকে সিলগালা করেন। এরপর থেকে হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ অগোচরে প্রশাসনের অনুমতি ছাড়া হাসপাতাল খোলে চিকিৎসার কার্যক্রম চালিয়ে যায়। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ হাসপাতালে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের নিকট হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের কোনো অনুমোদনের কাগজপত্র, লাইসেন্স দেখাতে পারিনি। অপারেশন কক্ষ অপরিষ্কার ও বৈদ্যুতিক স্বল্প আলো,আল্ট্রানোসগ্রাম অস্পষ্ট, বাচ্চা ওজন মাপার মেশিন নষ্ট ও অপচিকিৎসার কারণে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা করেন। বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী আল আমিন ভূইয়া।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেন্ট্রাল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত