গাজীপুরের কালীগঞ্জে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই ¯স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে সভায় বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।
প্রস্তুতিমূলক সভায় গৃহীত প্রস্তাবের মধ্যে তারুণ্যের উৎসব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, উপজেলা পর্যায় ফুটবল খেলার প্রতিযোগিতার আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার আয়োজন, উপজেলা পর্যায়ে যুব সমাবেশ, বই মেলা, কারুশিল্প মেলা, আহত অস্বচ্ছল যুবকদের আর্থিক সহায়তা, পরিবেশ দুষণরোধকল্পে পুকুর, ডোবা, খাল, নদী পরিস্কারের উদ্যোগ, শ্রেণি কক্ষসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, গণিত অলিম্পিয়াড/বিজ্ঞান অলিম্পিয়াড/কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থসেবা ক্যাম্প, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্মারক উপহার ও সনদ বিতরণ উল্লেখ যোগ্য।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিব, উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত