গাজীপুরের কালীগঞ্জে ক্রীড়ানুরাগী প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে স্থাণীয় সোমবাজার মাঠে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে সোমবাজার ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন সোমবাজার শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে সোমবাজার মাঠে আটটি দল নিয়ে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়। ইয়াং ষ্টার ক্লাব বনাম আর এস কিং অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে খেলায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
সোমবাজারস্থ শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান আহাম্মেদ আরমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। খেলার উদ্বোধনী ঘোষণা করেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক মো. নাজমুল হাই মামুন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত