1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা।

মোঃ পনির খন্দকার। স্টাফঃ রিপোটার। ০১৭৭৪৭৭৭৭১২
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় মিলিত হয়।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ প্রমূখ। এ সময় অন্যন্যের মাঝে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ, ফায়ার সার্ভিসের সাব অফিসার আবু বকর, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা প্রশিক্ষণ অফিসার মো. রাকিবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হিসাব রক্ষক লিটন আহমেদ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে আগুন নিভানোর মহড়াকালে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিভাতে হবে সেই দৃশ্যগুলো দেখান। এ সময় তারা বলেন, ডাম দিয়ে গ্যাস সিলিন্ডারের অগ্রভাগের মুখ বন্ধ করে দিলে ও পাটের বস্তা ভিজিয়ে আগুনের উপরে রাখলে আগুন নিভে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত