1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টা।

মোঃ পনির খনদকার স্টাফঃ রিপোটার ০১৭৭৪৭৭৭৭১২
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঈদের আগের দিন কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের চান্দাইয়া গ্রামে ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ মার্চ) দুপুরে চান্দাইয়া গ্রামের সুকীন দাসের পুত্র নারায়ণ দাস বাড়ীর পাশের পুকুরে গরুর জন্য কচুরীপানা কাটতে গেলে তার চাচাতো ভাই রামচরণ দাস ও তার পুত্র ঝন্টু দাস কুড়াল দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় নারায়ণকে বাঁচাতে তার স্ত্রী গিরিবালা দাস ও ছোট ভাই হারাধন দাস এগিয়ে এলে তারা তাদেরকেও এলোপাথারী কোপাতে থাকে। পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নারায়ণের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
এ ঘটনায় নারায়ণের কন্যা লিপি রানী দাস বাদী হয়ে সোমবার বিকেলে কালীগঞ্জ থানায় ৩১(৩১)২৫ নং মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী রমানন্দ দাসের পুত্র রামচরণ দাস (৫৫), রামচরণের স্ত্রী মিতালী রানী দাস (৫০) ও পুত্রবধু অনুরানী দাসকে (৩০) আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে আহতের ঘটনায় মামলা দায়েরের পর প্রধান আসামীসহ তিনজনকে আটক করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত