সারাদেশে দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেল স্টেশনে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতির কারনে রেলস্টেশনে রাত ১২টার পর থেকে যাত্রীবাহী অথবা কোন মালবাহী ট্রেন চলাচল করছে না। বুধবার রেলস্টেশন সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে। স্টেশনের প্লাটফর্মে যাত্রীবাহী অথবা মালবাহী কোন ধরনের ট্রেন দেখতে পাইনি। এছাড়া, মধ্যরাতে ট্রেন বন্ধের খবর অনেকের জানা না থাকায় ভোরে চিটাগাং মেল এবং তিতাস, এক্সপ্রেস ট্রেন ধরতে এসে অনেকেই ফিরে যান।
এ বিষয়ে স্টেশনমাস্টার দিলীপ চন্দ্র দাস জানান,ট্রেন চলাচল বন্ধের বিষয়টি আমরা যাত্রীদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করছি। এছাড়া, প্রসঙ্গত:আড়ি খোলা রেলস্টেশন প্রতিদিন ২ টি যাত্রীবাহী ট্রেন আড়িখোলা রেল স্টেশনে স্টপেজ দিয়ে থাকে।যাত্রীরা সিএনজি এবং বাসযোগে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে।