মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃআলআমিন সরদার (৩০)।
সে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন।এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিন গ্রেপ্তার করা হয়।এপর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র,মাদক,চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) তাকে রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।
রকিবুজ্জামান
মাদারীপুর
তাং ৩০.৪.২৫
০১৭৯৪৪৪০৯২২
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত