কুড়িগ্রামের কচাকাটায় বিজয় দিবস উদযাপন করেছে সর্বস্তরের মানুষ,(১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন।৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে ও আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, মানচিত্র এবং লাল সবুজের পতাকা। মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে তাই বিনম্র চিত্তে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের,বীর মুক্তিযোদ্ধা,ও নির্যাতীত মা বোনদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়ের রক্তিম সূর্য। দিবসটি উপলক্ষে তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের স্মরণে কচাকাটায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস ২০২৪ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) দিন ব্যাপী কর্মসূচি হাতে নেয় কচাকাটা জাতীয় দিবস উদযাপন কমিটি,সুর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন সরকারি,আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়। সকাল ৮ টায় কচাকাটা হাইস্কুল মাঠে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়, এসময় বিজয় স্তম্ভের বেদীতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন থানা জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ কচাকাটা থানার সদস্যবৃন্দ,কচাকাটা প্রেস ক্লাব, আনসার ভিডিপি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, কেদার ইউনিয়ন পরিষদ, বল্লভেরখাস ইউনিয়ন পরিষদ,কচাকাটা ইউনিয়ন পরিষদ, কচাকাটা কলেজ, কেদার মহিলা কলেজ,কচাকাটা হাই স্কুল,কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু নিকেতন, দুধকুমার ফাউন্ডেশনসহ বিভিন্ন মহল।পরে জাতীয় পতাকা উত্তোলন করেন দিবসটির উদযাপন কমিটির আহ্বায়ক ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সম্পাদক মোঃ নুরই আলম সিদ্দিক, বিএনপি নেতা সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী,মোঃ আনিসুর রহমান তোলা ব্যাপারী, আলহাজ্ব আব্দুল আউয়াল, জামায়েত ইসলামীর নেতা মাওলানা এনামুল হক, আব্দুল বাতেন,কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবীর রাশেদ, চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোঃ সাহাদাত হোসেন মন্ডল, অধ্যক্ষ হাফিজুল ইসলাম মন্ডল, প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান কবীর, আলহাজ্ব আজাদ হোসেনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ,এসময় জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ ছানোয়ার হোসেন দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,পরে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও দেশ এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।