“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খোলসি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে ০২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় “তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত” শীর্ষক কর্মশালায় ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সহকারি প্রোগ্রামার (আইসিটি) অফিসার সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন , মির্জাপুর কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, খোলসি দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও খাতিজা খাতুন মিমসহ অন্যান্যরা এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,নতুন করে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
পরে “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ “এই বিষয়ের উপর ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং ইউনিয়নে ১ টি কলেজ হওয়ায় মির্জাপুর কলেজের বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা হয়। এছাড়া ম্যাধমিকে ফাইনাল রাউন্ডে পক্ষে পাহাড়পুর উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে খোলসি দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খোলসি দ্বীমূখী উচ্চ বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়।