একমুঠো আলো হয়ে তুমি আমার জীবনে এসেছো
তোমার সেই আলোতে আলোকিত হয়ে আমি সমস্ত ভালো গুলো দেখেছি।
মানুষ যেখানে কষ্ট, হাহাকার আর যন্ত্রণার কারাগারে বন্ধি সেখানে দুচোখ ভরা আলোর প্রদ্বীপ হয়ে এসেছো।
আমার আলোর ভুবনে অন্ধকার যতোবার মাথাচারা দিয়ে উঠতে চাইবে তুমি ততোবারই আলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ো অন্ধকারে গায়ে।
অন্ধকারকে জানিয়ে দিয়ো যেখানে কাব্য ও কবিতার বসবাস সেখানে অন্ধকার করতে যেয়ো না চাষ ।
সেখানে তোমার স্থান হবে না। যেদিন কাব্য কবিতাকে ডেকে বলেছিলো তুমি ভয় পেয়ো না, আমি আছি তোমার সাথে।
সেদিন থেকে কবিতা ভালোবাসা র রঙিন চোখে পৃথিবী সাজিয়েছে অন্য সাজে ।
কাব্যের হাতে হাত ধরে হারিয়ে গেছে স্বপ্নের পৃথিবীতে যেখানে বিড়ম্বনা, লোভ লালসা, স্বার্থপরতা উৎপীড়ন করে না।
সেখানে জ্যামিতিক হিসাব কিতাব মাথাচারা দেয় না।
সেখানে নীলপদ্মরা রক্তিম হয়ে ফোটে আলোর দিশা নিয়ে।