চট্রগ্রামের বোয়ালখালী পৌরসভা
৫নং ওয়ার্ডের গোমদন্ডী দরপপাড়া নিবাসী
বিশ্বঅলি শাহানশাহ হযরত শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর দয়ায় ধন্য ও খলিফা
আশেকি মাইজভাণ্ডারী,গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ এর সাবেক খাদেম জনাব মোঃ জেবল হোসেন,,গত ৮ই এপ্রিল ২০২৫ ইং মঙ্গলবার, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (কঃ)র চাহরাম শরীফের দিনে, দুপুর ২টার সময় নিজ বাসভবনে মৃত্যু বরন করেন,(ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজেউন)
গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ কর্তৃপক্ষ সহ আমরা ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করছি,
হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী কেবলা আলম, শাহানশাহ বাবাজান কেবলা ও মওলা হুজুর বাবাজানের উসিলায় আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন।
আশোকি মাইজভাণ্ডারী খাদেম জেবল হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখার,
সভাপতি
খাদেম আল সিরাজ ভাণ্ডারী,
সিনিয়ার সহসভাপতি অনুপ চৌধুরী,
সহসভাপতি মোঃ কুতুবউদ্দিন,
সাধারণ সম্পাদক মোঃ এমরান সোহেল,
সহসাধারণ সম্পাদক, মোঃ সাইফুদ্দিন,
ধর্ম সম্পাদক মাওলানা আবু বক্কর ছিদ্দিক,
সমাজ কল্যান সম্পাদক, এডভোকেট মিনহাজ আল জোনায়েদ
প্রচার প্রকাশনা সম্পাদক, বিকাশ নাথ,
সাংগঠনি সম্পাদক মোঃ রবিউল হোসাইন
সহসাংগঠনিক সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান, অর্থ সম্পাদক মোঃ সামির, সদস্য সৈয়দ হোসেন চৌধুরী, এরশাদ, কল্পতরু শীল, নুরে আহমদ মির হাসান, মোঃ হুমায়ুন কবির, জয়নাল আবেদীন, মোঃ সেলিম, মোঃ লোকমান।