1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১০ অপরাহ্ন

আশুলিয়ায় বন্ধ থাকা ২৯ পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

১৫ দিন পর পোশাক খাতের শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। বন্ধ থাকা ২৯ পোশাক কারখানায় যোগ দিয়েছেন অন্তত অর্ধলাখ শ্রমিক। এদিকে কারখানার বাইরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ ও সেনাবাহিনী।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আশুলিয়া-ডিইপিজেড আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুরে হা-মীম গ্রুপের পোশাক কারখানা চালু রয়েছে। এছাড়াও একই এলাকার শারমিন নামে বড় পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিশ্চিন্তপুরে নিউএইজসহ নাসা গ্রুপের সবকটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। তবে মদিনা ও পার্ল গার্মেন্টসসহ ২০টি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, গতকাল (শনিবার) বাংলাদেশ রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্তের পরও কয়েকটি পোশাক কারখানা মালিক পক্ষ বন্ধ রেখেছে। তবে অধিকাংশ কারখানা চালু রয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তবে শ্রমিকদের নামে মামলা দিয়ে কারখানা কর্তৃপক্ষের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ রাখা যৌক্তিক নয়। এক্ষেত্রে মালিক পক্ষকে শ্রমিকদের প্রতি আরও আন্তরিক হতে হবে বলে জানান তিনি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ ১৮টি কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি অনেকাংশেই উন্নতির দিকে, শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত