বরগুনার আমতলী উপজেলার টেপুরা গ্রামে দুর্বৃত্ত্ব কর্তৃক চেতনানাশক মিশানো খাবার খেয়ে একই পরিবারের পাঁচ জন অসুস্থ্য হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
জানাগেছে, তুষার প্যাদা মোটরসাইকেল চালিয়ে রাত ৯ টার বাড়ী ফিরে। ঘরে প্রবেশ করার জন্য পরিবারের সকলকে দরজা খুলতে ডাকাডাকি করে কিন্তু তারা কোন সাড়া শব্দ দিচ্ছিল না।পরে তিনি ঘরের দরজা খুলে দেখতে পান পরিবারের ৫ সদস্য সবাই অজ্ঞাণ অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অসুস্থ্যরা হলেন, পিয়ারা বেগম (৭০), রুবেল (৩০), মৌসুমী (২৫), লিমা (২৬) ও তাসমিম (১০)।আজ বিকেল চারটা পর্যন্ত তাদের জ্ঞাণ ফিরেনি।
তুষার প্যাদা বলেন, রাতের আধারে দুর্বৃত্ত্বরা ঘরের খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে ঘরের সবাই অজ্ঞাণ হয়ে পরেছে। তিনি আরো বলেন, আজ শনিবার সকালে ওই খাবার একটি বিড়াল খেয়েছে। বিড়ালটিও অসুস্থ্য হয়ে পরেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন,খাদ্যে চেতনানাশক ঔষধ মিশানোর কারনে সবাই অজ্ঞাণ হয়ে পরেছে। তাদের যথাযথ চিকিৎসা দিয়েছি। তারা হাসপাতালে ভর্তি আছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত