বছর শেষের দিকে, শুরু হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রতিযোগিতা। এক প্রতিষ্ঠানের শিক্ষক অন্য প্রতিষ্ঠানের নামে বদনাম করে বাড়ি বাড়ি ঘুরে ছাত্র- ছাত্রী সংগ্রহ করছে। শিক্ষক হওয়ার ট্রেনিং নিচ্ছে। ছাত্র- ছাত্রী ভর্তি করতে পারলে চাকুরি কনফার্ম। অথবা কমিশনে কাজ করছে। ভর্তির পর তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই অভিভাবকদের সচেতন হওয়া জরুরী। আপনার সন্তান যে প্রতিষ্ঠানেই ভর্তি করান সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের দক্ষতা, পাঠদানের পদ্ধতি ও প্রতিষ্ঠানের অতীত ফলাফল সম্পর্কে অবগত হয়ে বুঝে, শুনে আপনি সঠিক সিদ্ধান্ত নিন। মিষ্টি কথায় ভুলে না গিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি করান। ইকরা প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুলটি যদি আপনাদের বিবেচনায় পছন্দ হয় তাহলে এসে দেখে যান। সুশিক্ষিত জাতি গঠনের জন্য ২২ বছর যাবত দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালনা করে আসছি। বিগত বছরের ফলাফল ঈর্ষণীয়। প্রতিবছর সরকারি বৃত্তি, বেসরকারি বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫, গোল্ডেন জিপিএ সহ প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সুযোগ্য শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের সহযোগিতা অনস্বীকার্য। যার সম্পূর্ণ কৃতিত্ব অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের।