আজ ১০ অক্টোবর ২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ (দশ) টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পারকির চর সংলগ্ন উত্তর পরুয়াপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হিসেবে ইউনিফর্ম বিতরণ করা হয়।
নীডি ফাউন্ডেশনের মহাসচিব জনাব মোঃ আজম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জনাব হাফেজ মোঃ ইসহাক মেম্বার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, শাহেদ খাঁন, মাওলানা তাওহীদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিফর্ম বিতরণ শেষে ৪ (চার) জন শিক্ষার্থীকে পাঠদানের মাধ্যমে আল কুরআনের সবকদান উদ্বোধন করেন জনাব মাওলানা মোস্তাফিজুর রহমান।
সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।