কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
ভারতের বৃহত্তম ব্যাবসার কেন্দ্র স্হল কলকাতার বড়বাজার।আজ খুব ভোরে কলকাতার বড়বাজারে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে 14,,জন ব্যক্তির।আহত হয়েছেন শতাধিক। এবং অগ্নিসংযোগ ফলে বহু দোকান ও বাড়িঘর জ্বালেপুড়ে,ছাই হয়ে গেছে। কয়েক হাজার কোটি টাকার মূলধন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে কয়েক হাজার কোটি টাকার মালপত্র নস্ট হয়ে গেছে। ঘটনার স্হানে ছুটে যান কলকাতার মেয়র ফিরাদ ববি হাকিম ও মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা আই পি এস। সেই সঙ্গে আগুন নেভানোর জন্য বহু দমকল ছুটে যায়। ঘটনার স্হানে ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুই লাখ টাকা ও আহত ব্যক্তিদের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষনা করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর দুঃক্ষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত