1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

আজ দিঘায় আড়াইশো কোটি টাকার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
বহু আকাঙ্খিত এবং পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে নির্মিত হয়েছে দিঘায় জগন্নাথ দেবের মন্দির। প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই প্রভু জগন্নাথ দেবের মন্দির। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ শুরু হয়েছিল। কিন্তু তার কাজ শেষ হয়েছে কিছুদিন আগে। এবং পশ্চিম বাংলা সরকারের অধীনে আড়াইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জগন্নাথ দেবের মন্দির এর উদ্বোধন করবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত কাল পূজা দিয়ে জগন্নাথ দেবের মন্দির এর প্রান প্রতিষ্ঠা করেন। এবং সেই মন্দিরের দ্বার উন্মোচন করবেন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার পুলিশের ডি জি পি শ্রী রাজীব কুমার আই পি এস ও অন্যান্য জেলা পুলিশ আধিকারিকরাদের দল ও জেলার ডি এম। পুরীর জগন্নাথদেবের মন্দিরে প্রধান পুরোহিত এর নকশা তৈরি করে দিয়েছেন। এবং এই জগন্নাথ দেবের মন্দিরটি তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করবেন ইসকোন। পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন বেড়াতে। এবং দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর পর্যটক বেড়াতে আসেন।তারা এবার রথ দেখতে পাবেন সাথে সাথেই ঘুরে দেখতে পারেন জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের ভিতরে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য ভিতরে যেতে পারেন। কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের মন্দির। তবে দিঘায় জগন্নাথ দেবের মন্দির এর পাশাপাশি একটি পবিত্র মসজিদ নির্মাণ করার জন্য দাবি করেছেন পশ্চিম বাংলার ফুরফুরা শরীফের পীর সৈয়দ শাহ হজরত মাওলানা ত্বহা সিদ্দিকী। তিনি বলেন যে প্রচুর মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ দিঘায় ঘুরতে যায়। তাদের নামাজ আদায় করতে একটি পবিত্র মসজিদ নির্মাণ করার জন্য আবেদন করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত