আগামী তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী (মৃদুল কুমার ঘোষ) সকল শুভাকাঙ্ক্ষী ও মুরুব্বীয়ানদের নিকট দোয়া-আশীর্বাদ প্রার্থনা করেন।
বাঙালি জাতির অবিসংবাদীত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আদর্শের সংগ্রামী মুজিব সেনা, ও নতুন প্রজন্মের রাজনৈতিক আইকন, (মৃদুল কুমার ঘোষ) রাজশাহী জেলার অন্তর্গত বরেন্দ্র অঞ্চল তানোর এর কৃতী সন্তান।
অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ, পরোপকারী ও মেধাবী, বর্তমানে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ ২০০৩ ইং সন থেকে ২০১১ ইং সনের
সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তানোর উপজেলা শাখায় এবং ২০০১ থেকে ২০০৩ ইং সন পর্যন্ত সাবেক যুগ্ন- আহবায়ক বাংলাদেশ ছাত্রলীগ তানোর পৌর শাখায় একনিষ্ঠভাবে সাংগঠনিক দায়-দায়িত্ব পালন করেন।
রাজশাহী গভঃ কলেজ থেকে মাষ্টাস্ (MA) পাশ সাবেক ছাত্রলীগ নেতা মৃদুল কুমার ঘোষ বলেন; তানোর পৌরসভা গঠনের পর হতে নির্বাচিত মেয়রগণ তানোর পৌরসভার উন্নয়নে ব্যাপক দুর্নীতি অনিয়ম সহ উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, আমি এই অন উন্নত তানোর পৌরসভা কে একটি উন্নত আধুনিক ও স্মার্ট রোল মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার জন্য, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে সকলের দোয়া-আশীর্বাদ প্রার্থনা করছি।