1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

আওয়ামীলীগ কর্তৃক পরিচালিত আবুল খায়ের দরবার শরীফ (ওয়াকফ এস্টেট ইসি-১৬০৭৬) অবৈধ কমিটি বাতিলের অভিযোগ।

চট্রগ্রাম প্রতিনিধিঃ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন পৌরসভা এলাকার বহদ্দার পাড়া, পুর্ব গোমদন্ডীর মহান আধ্যাত্মিক সাধক,হযরত শাহসুফি মাওলানা আবুল খায়ের নক্মেশবন্দী(রহঃ) একজন আল্লাহ অলি উক্ত মহান অলি চট্টগ্রাম বোয়ালখালী আবুল খায়ের মঞ্জিল দরবার শরীফ নামে পরিচিত।
উক্ত মহান আল্লাহ অলি আবুল খায়ের দরবার শরীফে সারাদেশ থেকে ভক্ত বৃন্দ, আশেক অনুরক্তরা ওরশ শরীফ ও অন্যান্য বিভিন্ন সময়ে মাজার জিয়ারতে আসা-যাওয়া করে থাকেন স্হানীয় সুত্রে জানা গেছে।
মহান অলি আবুল খায়ের দরবার শরীফের পার্শ্ববতী বাড়ীর লোক স্বৈরাচার আওয়ামীলীগের দলীয় ক্যাডার রেজাউল করিম বাবুল( কসাই বাবুল) বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দীর্ঘদিন। দরবার শরীফের নিয়ম-কানুন শর্ত ভঙ্গ করে দীর্ঘ ১৬ বছর যাবৎ আওয়ানীলীগের ক্যাডাম কসাই বাবুলের মদদপুষ্ট হয়ে আওয়ামী বাকশালী কায়দায় একপেশী কমিটি মনোনীত করে ভক্ত-বৃন্দের মতামত উপেক্ষা করে একনায়কতন্ত্রে বাবুল নিদের্শে স্বঘোষিত কমিটির সভাপতি মোস্তাফা কামাল মানিক ও সাধারণ সম্পাদক আওয়ামীলীগ ক্যাডার কসাই বাবুলের ছোট ভাই শামসুল করিম লিটন। উক্ত আবুল খায়ের দরবার শরীফের খালি মাঠে বিগত স্বৈরাচার হাসিনার সরকারের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে দরবারের ভক্ত কাজী শহীদুল ইসলাম সাহেব জানান। ২০২২ সালে কমিটি গঠন করলেও অদ্যবধি পর্ষন্ত কোন আনুমোদন নেই বলে জানান শহীদুল ইসলাম।

তিনি আরোও জানান,উপরোক্ত অবৈধ কমিটির বিরুদ্ধে গত ২৯.০৮.২০২৪ ইং তারিখে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও ওয়াকফ প্রশাসক, ওয়াকফ ভবন-৪ নিউ ইস্কাটন রোড,ঢাকা-১০০০ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরোও জানা গেছে, শহীদুল ইসলাম ওয়াকফ প্রশাসক মহোদয়ের বরাবরে লিখিত অভিযোগের গত ২৮.১২.২০৪ ইং তারিখে ওয়াকফ পরিদর্শক সরোজমিনে তদন্তে গেলে টাকার বিনিময়ে কয়েক,শ মিথ্যা সাক্ষী উপস্হিত করে মিথ্যা সাক্ষী দিয়েছেন বলে শহীদুল ইসলাম জানান। তিনি বলেন,তাহার লিখিত অভিযোগের পুর্নঃ তদন্তের গত ০২.০১.২০২৫ ইং তারিখে বরাবরে ওয়াকফ প্রশাসক,ওয়াকফ প্রশাসকের কার্যালয়,ওয়াকফ ভবন-৪ নিউ ইস্কাটন-ঢাকা-১০০০ সুত্রঃ স্বারক-নং ১৬.০২.০০০০.০৩৬.৩১.০৫৮.২৩/৩৫৪(৩). তারিখঃ-৩১/১০/২০২৪ বিষয়ঃ আওয়ামীলীগ দ্বারায় পরিচালিত খায়ের মঞ্জিল দরবার শরীফ(ওয়াকফ এস্টেট.ইসি-১৬০৭৬) অবৈধ কমিটি বাতিলকরণের ২য় আবেদন করেন বলে অভিযোগকারী শহীদুল ইসলাম বিভিন্ন পত্রিকার প্রতিনিধি কে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত