গাইবান্ধায় ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুর বাসায় অভিযান চালিয়ে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন— মোস্তাক আহমেদ রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং খান মো. সাঈদ হোসেন জসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, শহর আওয়ামী লীগ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। তবে আটক হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনায় গাইবান্ধায় চাঞ্চল্যেকর সৃষ্টি হয়েছে। সরজমিনে জানা যায় এলাকাবাসীবিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।