1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

অধিগ্রহণ ব্যতীত পটিয়া মডেল  মসজিদ নির্মাণ, তদন্তের নির্দেশ

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

চট্টগ্রামের পটিয়ায় আনোয়ার আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের জমিতে আইনানুগ অধিগ্রহণ, অনুমোদন বা কোনো চুক্তি ব্যতিরেকে পটিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বিবাদীদের বিরুদ্ধে কেন অবৈধ নির্মাণ কার্যক্রমের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন যথাযথ প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ করে আনোয়ার আলী চৌধুরী ওয়াকফ এস্টেটকে ক্ষতিপূরণ প্রদান ও মসজিদটির নাম হাজী আনোয়ার আলী চৌধুরী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নামকরণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে, চট্টগ্রামের জেলা প্রশাসককে উক্ত জমিতে অননুমোদিত নির্মাণের বিষয়ে ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও, আদালত আবেদনকারী কর্তৃক দাখিলকৃত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখের ক্ষতিপূরন ও নামকরণ সংক্রান্ত আবেদনগুলো ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (রেসপন্ডডেন্ট নং ১ ও ২) নির্দেশ দিয়েছেন।আদালতে রিটের পক্ষে শুনানিতে করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আবু শাহেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান। রিটকারী আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত